দ্রূত ধনি হওয়ার সহজ তিনটি উপায়
স্বামী বিবেকানন্দ বলেছেন - কৌশলে বা সংক্ষেপে (Shortcut-এ) কোন মহৎ কার্য সম্পাদন হয় না।
আপনাকে যদি কয়েকজন ধনি ব্যক্তির নাম জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনার মনে সবার প্রথমে যে নামগুলো আসবে সেগুলো হলো বিলগেটস, জ্যাক মা, ওয়ারেন বাফেট-এর মতো ধনি ব্যক্তির কথা।
কিন্তু প্রশ্নটাকে একটু পাল্টে জদি এমন করা হয়, যে এমন কয়েকজন ব্যক্তির নাম বলুন, যারা ধনি তো বটেই এবন যাদের বয়েস খুবিই কম। এইবার আপনার মাথায় উত্তর আসতে সময় লাগবে।
এর কারণ হলো আমাদের ব্রেন কখনো এটা বিশ্বাস করতে পারে না যে অল্প বয়েসে ধনি হওয়া যায়। তাই আমাদের মনেও অল্প বয়েসে ধনি হওয়ার ধারণা থাকে না।
আমরা জানি ধনি হওয়ার উপায় হলো, কোনো একটা কাজ করে সেখান থেকে আয় করা টাকার কিছুটা অংশ জমিয়ে সেটাকে কোনো ভালো জায়গায় ইন্ভেস্ট করতে হবে। কিন্তু যতদিনে আপনার Invest করা টাকা আপনার কাছে Return হয়ে আসবে, ততদিনে আপনার বয়স কম করে হলেও ৬০ হয়ে জাবে।
এবার ভাবুন, আপনি ৬০ বছর বয়সে বিদেশ ঘুরতে গিয়ে বেশি আনন্দ করবেন? না অল্প বয়েসে জাবেন?
আপনার ৬০ বছর বয়েসে কখনোই মার্সিটিজ চড়তে ভালো লাগবে না যা অল্প বয়েসে কিন্তে পারলে লাগত। তাহলে অনেক বেশি বয়েসে ধনি হয়ে লাভ নেই। ধনি জদি হতেই হয়, তবে তা তাড়াতাড়ি হতে হবে।
আজকের আলোচনায় আমি আপনাদের দ্রূত ধনি হতে না পারার কারণ এবং কিভাবে দ্রূত ধনি হওয়া যায় তা সম্পর্কে একটি ধারণা দেবো।
লেখক MJ DeMarco তার "The Millionaire Fast Lane" এি বইটিতে মানুষের ধনি হওয়ার তিনটি রাস্তার কথা বলেছেন। আসুন এক এক করে জেনে নি সেগুলো সম্বন্ধে।
কিন্তু প্রশ্নটাকে একটু পাল্টে জদি এমন করা হয়, যে এমন কয়েকজন ব্যক্তির নাম বলুন, যারা ধনি তো বটেই এবন যাদের বয়েস খুবিই কম। এইবার আপনার মাথায় উত্তর আসতে সময় লাগবে।
এর কারণ হলো আমাদের ব্রেন কখনো এটা বিশ্বাস করতে পারে না যে অল্প বয়েসে ধনি হওয়া যায়। তাই আমাদের মনেও অল্প বয়েসে ধনি হওয়ার ধারণা থাকে না।
আমরা জানি ধনি হওয়ার উপায় হলো, কোনো একটা কাজ করে সেখান থেকে আয় করা টাকার কিছুটা অংশ জমিয়ে সেটাকে কোনো ভালো জায়গায় ইন্ভেস্ট করতে হবে। কিন্তু যতদিনে আপনার Invest করা টাকা আপনার কাছে Return হয়ে আসবে, ততদিনে আপনার বয়স কম করে হলেও ৬০ হয়ে জাবে।
এবার ভাবুন, আপনি ৬০ বছর বয়সে বিদেশ ঘুরতে গিয়ে বেশি আনন্দ করবেন? না অল্প বয়েসে জাবেন?
আপনার ৬০ বছর বয়েসে কখনোই মার্সিটিজ চড়তে ভালো লাগবে না যা অল্প বয়েসে কিন্তে পারলে লাগত। তাহলে অনেক বেশি বয়েসে ধনি হয়ে লাভ নেই। ধনি জদি হতেই হয়, তবে তা তাড়াতাড়ি হতে হবে।
আজকের আলোচনায় আমি আপনাদের দ্রূত ধনি হতে না পারার কারণ এবং কিভাবে দ্রূত ধনি হওয়া যায় তা সম্পর্কে একটি ধারণা দেবো।
লেখক MJ DeMarco তার "The Millionaire Fast Lane" এি বইটিতে মানুষের ধনি হওয়ার তিনটি রাস্তার কথা বলেছেন। আসুন এক এক করে জেনে নি সেগুলো সম্বন্ধে।
১। Side Work
এই রাস্তায় মানুষ যা করে সেটা হলো,
সে টাকা তো আয় করে কিনতু খরচের প্রতি কোনোরূপ নিয়ন্ত্রণ থাকে না।
টাকা এমনভাবে খরচ করে যেন মনে হয় তার আজকেই পৃধিবীতে শেষ দিন কাল আর খরচ করতে পারবে না।
এইকারণে Side Worker কখনোই ধনি হতে পারে না। এই Side Work থেকে মুক্তির উপায়ও MJ DeMarco তার এই বইটিতে বলে গেছেন।
আপনি যদি একজন Side Worker হন, আর যদি নিজেকে কম বয়েসে ধনি দেখতে চান, তাহলে আজি এই Side Work পরিত্যাগ করুন।
(I) ধনি হতে ভাগ্য না পরিশ্রম লাগে:
"Rich people are always lucky"--এই ধারণাই আমাদেরকে ধনি হওয়া থেকে হাজার হাজার মাইল দূরে সরিয়ে রেখেছে। Facebook প্রতিষ্ঠতা মার্ক জুকারবাগের কম বয়েসে ধনি হওয়ার কথা আমাদের সবার জানা। কিন্তু আমরা এটা কখনোই জানি না যে এই ধনি হওয়ার পিছনে তার কঠোর পরিশ্রম রয়েছে। তাই আজ থেকে এটা বিশ্বাস করতে শিখুন ধনি হতে চাইলে ভাগ্য নয়, পরিশ্রম লাগে।
(II) Success is not an event:
আমরা সবসময় মানুষের সফলতা দেখি, প্রতি মাসে Millian Millian Dollar আয় করছে! কিন্তু গত ৫-১০বছরের তার পরিশ্রমের খবর আমাদের অজানাই রয়ে যায়। তাই Success কোনো Event নয় এটি একটি Long Term Process.
(III) আমাকে কেউ এসে ধনি করে দেবে: আপনাকে কেউ এসে ধনি করে দেবে এটা একেবারেই অসম্ভব। এইপ্রসঙ্গে একটি তথ্য জানিয়ে রাখা দরকার, যারা লটারি টিকিট কিনে রাতারাতি ধনি হয়েছেন, তাদের ২ বছরের মধ্যে আবার আগের জায়গায় ফিরে আসতে হয়েছে। আসলে আমাদের Mindset হলো একটা ফুটো বালতির মতো। ফুটো বাল্তিতে আপনি যতই জল ঢালুন বাল্তিতে জল কখনোই থাকবে না। টাকাপয়সার ক্ষেত্রেও আমাদের ঠিক এইরকমি হয়। অতএব একমাত্র আপনিই পারেন আপনাকে ধনি করতে।
সে টাকা তো আয় করে কিনতু খরচের প্রতি কোনোরূপ নিয়ন্ত্রণ থাকে না।
টাকা এমনভাবে খরচ করে যেন মনে হয় তার আজকেই পৃধিবীতে শেষ দিন কাল আর খরচ করতে পারবে না।
এইকারণে Side Worker কখনোই ধনি হতে পারে না। এই Side Work থেকে মুক্তির উপায়ও MJ DeMarco তার এই বইটিতে বলে গেছেন।
আপনি যদি একজন Side Worker হন, আর যদি নিজেকে কম বয়েসে ধনি দেখতে চান, তাহলে আজি এই Side Work পরিত্যাগ করুন।
(I) ধনি হতে ভাগ্য না পরিশ্রম লাগে:
"Rich people are always lucky"--এই ধারণাই আমাদেরকে ধনি হওয়া থেকে হাজার হাজার মাইল দূরে সরিয়ে রেখেছে। Facebook প্রতিষ্ঠতা মার্ক জুকারবাগের কম বয়েসে ধনি হওয়ার কথা আমাদের সবার জানা। কিন্তু আমরা এটা কখনোই জানি না যে এই ধনি হওয়ার পিছনে তার কঠোর পরিশ্রম রয়েছে। তাই আজ থেকে এটা বিশ্বাস করতে শিখুন ধনি হতে চাইলে ভাগ্য নয়, পরিশ্রম লাগে।
(II) Success is not an event:
আমরা সবসময় মানুষের সফলতা দেখি, প্রতি মাসে Millian Millian Dollar আয় করছে! কিন্তু গত ৫-১০বছরের তার পরিশ্রমের খবর আমাদের অজানাই রয়ে যায়। তাই Success কোনো Event নয় এটি একটি Long Term Process.
(III) আমাকে কেউ এসে ধনি করে দেবে: আপনাকে কেউ এসে ধনি করে দেবে এটা একেবারেই অসম্ভব। এইপ্রসঙ্গে একটি তথ্য জানিয়ে রাখা দরকার, যারা লটারি টিকিট কিনে রাতারাতি ধনি হয়েছেন, তাদের ২ বছরের মধ্যে আবার আগের জায়গায় ফিরে আসতে হয়েছে। আসলে আমাদের Mindset হলো একটা ফুটো বালতির মতো। ফুটো বাল্তিতে আপনি যতই জল ঢালুন বাল্তিতে জল কখনোই থাকবে না। টাকাপয়সার ক্ষেত্রেও আমাদের ঠিক এইরকমি হয়। অতএব একমাত্র আপনিই পারেন আপনাকে ধনি করতে।