About a team of direct selling in Health/Personal/Home Care and Many More Products,Including Business Opportunity. join our team and build your successful career. Join Aggressive Achievers Team Global.

Web Hosting

Post Top Ad

Wednesday, November 13, 2019

দ্রূত ধনি হওয়ার সহজ তিনটি উপায় how to became rich fast


দ্রূত ধনি হওয়ার সহজ তিনটি উপায়

স্বামী বিবেকানন্দ বলেছেন - কৌশলে বা সংক্ষেপে (Shortcut-এ) কোন মহৎ কার্য সম্পাদন হয় না।

আপনাকে যদি কয়েকজন ধনি ব্যক্তির নাম জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনার মনে সবার প্রথমে যে নামগুলো আসবে সেগুলো হলো বিলগেটস, জ্যাক মা, ওয়ারেন বাফেট-এর মতো ধনি ব্যক্তির কথা।
কিন্তু প্রশ্নটাকে একটু পাল্টে জদি এমন করা হয়, যে এমন কয়েকজন ব্যক্তির নাম বলুন, যারা ধনি তো বটেই এবন যাদের বয়েস খুবিই কম। এইবার আপনার মাথায় উত্তর আসতে সময় লাগবে।
এর কারণ হলো আমাদের ব্রেন কখনো এটা বিশ্বাস করতে পারে না যে অল্প বয়েসে ধনি হওয়া যায়। তাই আমাদের মনেও অল্প বয়েসে ধনি হওয়ার ধারণা থাকে না।
আমরা জানি ধনি হওয়ার উপায় হলো, কোনো একটা কাজ করে সেখান থেকে আয় করা টাকার কিছুটা অংশ জমিয়ে সেটাকে কোনো ভালো জায়গায় ইন্ভেস্ট করতে হবে। কিন্তু যতদিনে আপনার Invest করা টাকা আপনার কাছে Return হয়ে আসবে, ততদিনে আপনার বয়স কম করে হলেও ৬০ হয়ে জাবে।
এবার ভাবুন, আপনি ৬০ বছর বয়সে বিদেশ ঘুরতে গিয়ে বেশি আনন্দ করবেন? না অল্প বয়েসে জাবেন?
আপনার ৬০ বছর বয়েসে কখনোই মার্সিটিজ চড়তে ভালো লাগবে না যা অল্প বয়েসে কিন্তে পারলে লাগত। তাহলে অনেক বেশি বয়েসে ধনি হয়ে লাভ নেই। ধনি জদি হতেই হয়, তবে তা তাড়াতাড়ি হতে হবে।
আজকের আলোচনায় আমি আপনাদের দ্রূত ধনি হতে না পারার কারণ এবং কিভাবে দ্রূত ধনি হওয়া যায় তা সম্পর্কে একটি ধারণা দেবো।
লেখক MJ DeMarco তার "The Millionaire Fast Lane" এি বইটিতে মানুষের ধনি হওয়ার তিনটি রাস্তার কথা বলেছেন। আসুন এক এক করে জেনে নি সেগুলো সম্বন্ধে।

১। Side Work

এই রাস্তায় মানুষ যা করে সেটা হলো,
সে টাকা তো আয় করে কিনতু খরচের প্রতি কোনোরূপ নিয়ন্ত্রণ থাকে না।
টাকা এমনভাবে খরচ করে যেন মনে হয় তার আজকেই পৃধিবীতে শেষ দিন কাল আর খরচ করতে পারবে না।
এইকারণে Side Worker কখনোই ধনি হতে পারে না। এই Side Work থেকে মুক্তির উপায়ও MJ DeMarco তার এই বইটিতে বলে গেছেন।
আপনি যদি একজন Side Worker হন, আর যদি নিজেকে কম বয়েসে ধনি দেখতে চান, তাহলে আজি এই Side Work পরিত্যাগ করুন।
(I) ধনি হতে ভাগ্য না পরিশ্রম লাগে:
"Rich people are always lucky"--এই ধারণাই আমাদেরকে ধনি হওয়া থেকে হাজার হাজার মাইল দূরে সরিয়ে রেখেছে। Facebook প্রতিষ্ঠতা মার্ক জুকারবাগের কম বয়েসে ধনি হওয়ার কথা আমাদের সবার জানা। কিন্তু আমরা এটা কখনোই জানি না যে এই ধনি হওয়ার পিছনে তার কঠোর পরিশ্রম রয়েছে। তাই আজ থেকে এটা বিশ্বাস করতে শিখুন ধনি হতে চাইলে ভাগ্য নয়, পরিশ্রম লাগে।
(II) Success is not an event:
আমরা সবসময় মানুষের সফলতা দেখি, প্রতি মাসে Millian Millian Dollar আয় করছে! কিন্তু গত ৫-১০বছরের তার পরিশ্রমের খবর আমাদের অজানাই রয়ে যায়। তাই Success কোনো Event নয় এটি একটি Long Term Process.
(III) আমাকে কেউ এসে ধনি করে দেবে: আপনাকে কেউ এসে ধনি করে দেবে এটা একেবারেই অসম্ভব। এইপ্রসঙ্গে একটি তথ্য জানিয়ে রাখা দরকার, যারা লটারি টিকিট কিনে রাতারাতি ধনি হয়েছেন, তাদের ২ বছরের মধ্যে আবার আগের জায়গায় ফিরে আসতে হয়েছে। আসলে আমাদের Mindset হলো একটা ফুটো বালতির মতো। ফুটো বাল্তিতে আপনি যতই জল ঢালুন বাল্তিতে জল কখনোই থাকবে না। টাকাপয়সার ক্ষেত্রেও আমাদের ঠিক এইরকমি হয়। অতএব একমাত্র আপনিই পারেন আপনাকে ধনি করতে।

২। Slow Lane:

এই রাস্তায় আমরা সমস্ত সাধারণ মানুষেরা ভিড় জমিয়েছি। অর্থাৎ আয়ের কিছুটা অংশ জমিয়ে, কোনো বাজে খরচ না করে সেই টাকা কোথাও Invest করে ৬০বছর বয়েসে ধনি হয়।
এটা একটা সঠিক উপায় যদি আপনি শুধু Security এবং Stability চান। কিন্তু ৭০ বছর বয়েসে মার্সিটিজ চালাতে কিঙবা ইন্দোনেশিয়ার বালি দ্বিপে ঘুরতে গিয়ে আপনার Enjoy করার সেইরকম ক্ষমতা থাকে না যা কম বয়সে ছিলো।
এছাড়াও ধরুণ কোনো একটি কারণে আপনি অসুস্থ কিংবা কোনো কারণে আপনি ২-৩মাস কাজ করতে পারলেন না তাহলে আপনার কি সেই ২-৩মাসের আয় হবে? অবশ্যই না!
তাহলে আপনাকে এমন কোনো রাস্তা খুঁজতে হবে যেখানে আপনার Income হবে Unlimited আর Time থাকবে Unlimited, যা আমরা MJ DeMarco-এর বই অনুযায়ী তিন নম্বর রাস্তায় খুঁজে পাবো।

৩। Fast Lane:

যদি আপনি লাইফে Enjoy করতে চান তাহলে আপনাকে এই রাস্তাতেই থাকতে হবে। এই রাস্তায় আপনাকে এমন কোনো কাজ করতে হবে যা আপনার Passion, এবং যা থেকে আপনি ঘুমিয়ে থাকলেও যেন টাকা ইন্কাম হতে থাকে।
এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে যে কি কি কাজ করা যেতে পারে। যদি আপনার মনে এই প্রশ্ন এসে থাকে তাহলে আপনি এখোনো Slow Lane এ আটকে রয়েছেন। আপনি আগে নিজের ভালো লাগা কাজটি খুজে বের করুন এবং তারপর সেই বিষয়ের ওপর প্রচুর বই, Online Article, Offline Article YouTube Video--ইত্যাদির সাহায্য নিয়ে ওই বিষয় একজন Expert হয়ে উঠতে পারবেন এবং নতুন কিছু করে প্রচুর Money Generate করতে পারবেন।
হ্যাঁ এটা ঠিকি আমরা সবাই জিবনে সফলতার পথে হাঁটতে গিয়ে অনেক সময়েই Track হারিয়ে ফেলি। এক্ষেত্রে MJ DeMarco রচিত "The Millionaire Fast Lane" বইটি আপনার জিবনে Success Route হিসেবে আপনাকে সঠিক Track-এ রাখতে সাহায্য করবে।

Post Top Ad